আটা এই দেশের মানুষের জীবনের অবিচ্ছিন্ন অংশ। দৈনিক জীবনে আটা খাবারের তালিকার মূল সহায়ক। তাই সহজেই বুঝা যায় আটার দাম বাড়ছে কিনা বা কমছে কিনা এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে বর্তমানের আটার দাম জানা সকলের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধের, বাংলাদেশের আটার দাম নিয়ে আলোচনা করবো।
আটার দাম, আটার বিভিন্ন প্রকার এর উপর নির্বর করে। সাধারণত বাজারে বিভিন্ন প্রকার আটা দেখতে পাই। যেমন: খোলা আটা, লালা আটা , পেকেটের আটা, বিভিন্ন কোম্পানির আটা।
আটার খুচরা মূল্য ২০২৪
এখানে বর্তমান আটার বাজার মূল্য তুলে ধরা হল:
আটা | পরিমান | বর্তমান দাম |
খোলা আটা | প্রতি কেজি | ৪০-৪৫ টাকা |
লালা আটা (খোলা) | প্রতি কেজি | ৪২-৪৬ টাকা |
লালা আটা (পেকেট) | প্রতি কেজি | ৪৬-৫২ টাকা |
সাদা আটা (খোলা) | প্রতি কেজি | ৪৫-৫০ টাকা |
পেকেট আটা | প্রতি কেজি | ৫৫-৬০ টাকা |
কোম্পানি আটা | প্রতি কেজি | ৬৩-৬৫ টাকা |
বর্তমান বাজারে এই দামে এই আটা গুলু কিনতে পারবেন। তবে মনে রাখবেন স্থানবেদে এই দাম পরিবর্তন হতে পারে। খোলা আটর দাম সাধারণত পরিবর্তে হতে দেখা যায়। তবে পেকেট বা কোম্পানির আটাগুলোর দাম পরিবর্তে হয় না। যেহেতু পকেটের গায়ে মুজ দেয়া থেকে।
লালা আটা অনেকে স্থানে পাওয়া যায় না। তাই লাল আটার দাম স্থান অনুযায় বাড়তে বা কমতে পারে। সাধারণত লাল আটার দাম ৪২ থেকে ৪৬ টাকার মধ্যে কিনতে পারেন।
অনেকেই আছি যারা বাজার থেকে আটা কিনে থাকেন, তবে তাদের মধ্যে অনেকে খোলা আটা কিনে থাকেন আর অনেকে প্যাকেট আটা ব্যবহার করেন। দুটি প্রকারের আটার মধ্যে দামের পার্থক্য সমস্যার এক অংশ। অনেক সময় দেখা যায় আটার দামে কোনও পরিবর্তন নেই, আবার অন্য সময় দেখা যায় প্রতিদিন আটার দামে পরিবর্তন হয়।
বিভিন্ন কোম্পানির আটার বর্তমান মূল্য:
কোম্পনির উপর নীরব করে আটার দামের পার্থক্য থাকে। এখানে বর্তমান আটার মূল্যের একটা তালিকে দেয়া হল:
আটা | পরিমান | বর্তমান দাম |
পুষ্টি আটা | প্রতি কেজি | ৬৫ টাকা |
তীর আটা | প্রতি কেজি | ৬৫ টাকা |
এসিআই আটা | প্রতি কেজি | ৬৫ টাকা |
ফ্রেশ আটা | প্রতি কেজি | ৬৫ টাকা |
সানসাইন আটা | প্রতি কেজি | ৬৫ টাকা |
বসুন্ধরা আটা | প্রতি কেজি | ৬৪ টাকা |
আটার পাইকারি মূল্য
অনেকে আছেন আটার ব্যবসা করেন অথবা বেশি পরিমানে আটা কিনেন। সেক্ষেতে আটার পাইকারি দাম জানাটা প্রয়েজন। এখানে আটার বর্তমান পাইকারি মূল্য দেয়া হলো:
আটা | পরিমান | পাইকারি মূল্য |
পুষ্টি আটা | প্রতি কেজি | ৫৬ টাকা |
খোলা আটা | প্রতি কেজি | ৩৮ টাকা |
লালা আটা (খোলা) | প্রতি কেজি | ৪০ টাকা |
লালা আটা (পেকেট) | প্রতি কেজি | ৪১ টাকা |
সাদা আটা (খোলা) | প্রতি কেজি | ৩৯ টাকা |
তীর আটা | প্রতি কেজি | ৬০ টাকা |
এসিআই আটা | প্রতি কেজি | ৫৭ টাকা |
ফ্রেশ আটা | প্রতি কেজি | ৫৬ টাকা |
সানসাইন আটা | প্রতি কেজি | ৫৬ টাকা |
বসুন্ধরা আটা | প্রতি কেজি | ৫৫ টাকা |
এই পাইকারি মূল্য নির্বর করে আপনি কোন জায়গা থেকে পাইকারি নিচ্ছনে তার উপর। একেক জায়গায় এক এক দামে পাইকারি বিক্রি করে। এখানে আটার যে পাইকারি দাম দেয়া আছে সেগুলো আমাদের স্টোরের দাম অনুযায়ী। আপনি আপনি যদি আমাদের কাছ (পাইকার ওয়েব ) থেকে নেন তাহলে এই দামে নিতে পারবেন।
আমার বাংলাদেশের সকল এরিয়াতে পাইকারি পণ্য সাপ্লাই করে থাকি। আপনি মুদি দোকানের প্রায় সকল আইটেম আমাদের এখানে পাবেন। আপনি চাইলে পাইকার ওয়েবের মাধ্যমে পাইকারি ব্যাবসা শুরু করতে পারেন।
কিভাবে আটার পাইকারি ব্যবসা করবেন?
আমার জানি আটার চাহিদা অনেক। এটি একটি নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তাই এটি মানুষের প্রয়েজন হয়ে থাকে। আপনি যদি দৈনিক ২০০ কেজি আটা পাইকারি বিক্রি করতে পারেন তাহলে, আপনি দৈনিকে ৬০০ থেকে ৭০০ টাকা লাভ করতে পারেন। আপনি যেহেতু পাইকারি বিক্রি করবেন সেহেতু ২০০ কেজি সেল করা সম্ভব।
পাইকার ওয়েভে পাইকারি পণ্য ক্রয়ের সুবিধা:
কোনো জামেলা ছাড়াই আপনি আপনি আপনার পণ্য সিলেট করতে পারবেন। যেখানে আপনি মার্কেটে মার্কেটে গুড়ে পণ্য কিনতে হতো সেটা আপনি সহজেই পেয়ে যাবেন পাইকার ওয়েবে।
পণ্য প্যাকিং, শিপিং এন্ড ডেলিভারির কোনো জামেলা নাই। আপনি সুদু অর্ডার দিবেন। পণ্য পৌঁছে যাবে আপনার ঠিকানায়।
আপনি চাইলে ক্যাশ-অন ডেলিভারি সুবিধা নিতে পারেন। পণ্য হাতে পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন। সুতরং পাইকারি পণ্য কিনুন সহজে, দ্রুত ও নিরাপদে।