ব্যবসায়িক গাইড

মুদি দোকানের নিত্য প্রয়োজনীয় পণ্যের  মূল্য তালিকা ২০২৪

মুদি দোকানের নিত্য প্রয়োজনীয় পণ্যের  মূল্য তালিকা

আমরা জানি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত ওঠানামা করে । কিছু পণ্যের দাম মাঝে মাঝে অনেক বেড়ে যায় আবার দাম কমে যায় । আবার দেখা গেছে, কিছু পণ্যের দাম সব সময় একই থাকে বা সময়ের সাথে সাথে একটু দাম বাড়ে।

 আজ আমরা পাইকার ওয়েবে শুধু নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের মূল্যের তালিকা প্রকাশ করব । যদিও পাইকার ওয়েবে আমরা খুচরা বিক্রি করি না । পাইকার ওয়েবে যে সকল পণ্য আপনারা দেখতে পাবেন সকল পণ্যের পাইকারি মূল্য দেওয়া আছে।  আপনারা চাইলে যেকোনো কেউ অর্ডার করতে পারেন । 

যাইহোক, এখন আমরা দেখাবো বর্তমান নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য: 

চালের  মূল্য তালিকা 

আমাদের বর্তমান বাজারে বিভিন্ন প্রকার চাল পাওয়া যায় ।  এ চালের দাম বেশি একটা ওঠানামা করে না । তবে স্থান বেধে চালের দাম পরিবর্তন হতে পারে।  বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার চাল পাওয়া যায় যদিও  কিছু কিছু চাল দেখতে একই রকম কিন্তু এদের ভিতর কিছু ভিন্নতা আছে।  এই ভিন্নতার পরিপেক্ষিতে চালের দামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা যে টেবিলটিতে চালের দাম প্রকাশ করেছি তা সাধারণত স্টান্ডার দাম প্রকাশ করেছি । আপনার এরিয়াতে এর দাম একটু কম বেশি হতেও পারে কিন্তু সচরাচর অনলাইনে এ দামে আপনি চালগুলো কিনতে পারবেন। 

প্রকার নামপরিমানদাম
বাসমতি১ কেজি১৮০ টাকা
আটপোড়ি১ কেজি৭০ টাকা
মোটা১ কেজি৬০ টাকা
চিনিগুরি১ কেজি৮০ টাকা
সুধামুক্তি১ কেজি১২০ টাকা

৫ প্রকার ডালের মূল্য তালিকা: 

আমাদের দেশে বিভিন্ন প্রকারের ডাল পাওয়া যায়।  এ ডালের দাম স্থান ভেদে পরিবর্তন হতে পারে স্পেশালি গ্রামে এর দাম কম হয়ে থাকে।  যখন গ্রাম থেকে এসব ডাল শহরে আসে তখন এর দাম একটু বেশি হয় । আপনি আপনার নিকটস্থ মুদি দোকানে এই দামী আপনি কিনতে পারবেন। 

প্রকার নামপরিমানদাম
মসুর১ কেজি১১০ থেকে ১২০ টাকা টাকা
মুগ১ কেজি১৩০ থেকে ১৪০ টাকা টাকা

২০ টি মুদি পণ্যের  মূল্য তালিকা 

এখানে 20 পণ্যের মূল্য সহ তালিকা দেওয়া হলো । এই পণ্যগুলোর দাম প্রতিনিয়ত ওঠানামা করে তাই বলা যায় যে এই নামগুলো ফিক্সড না।  যেহেতু এ পণ্যের দাম গুলো উঠানামা করে তাই আপনি আপনার নিকট সুস্থ দোকানগুলোতে চেক করতে পারেন।  তবে এভারেজ যে মূল্য গুলো সবসময় থাকে তার  একটি লিস্ট দেওয়া হল। 

পণ্যপরিমানদাম
আলু১০ কেজি৫০০ থেকে ৬০০ টাকা
পিয়াজ১০ কেজি১০০০ থেকে ১২০০ টাকা
রসুন১ কেজি১৫০ থেকে ২০০ টাকা
অদা৫ কেজি২৫০ থেকে ৩৫০ টাকা
টমেটো৫ কেজি১৫০ টাকা
শসা১০ কেজি৫০০ থেকে ৬০০ টাকা
মোরিচ১ কেজি২৫০ টাকা
কাঁচামরিচ৫ কেজি১৫০ টাকা
ধনিয়া পাতা১ কেজি১২০ টাকা
কাঁঠাল১ কেজি১৫০ টাকা
লাউ১ কেজি১০০ টাকা
বেগুন৫ কেজি২০০ টাকা
পটল৫ কেজি১৫০ টাকা
শাকসবজি১০ কেজি১৫০ টাকা
লেবু১ কেজি৫০ টাকা
কাঁঠাল১ কেজি১৫০ টাকা
তেঁতুল১ কেজি২০০ টাকা
কলা১ কেজি১০০ টাকা
আম৫ কেজি২৫০ টাকা

তেলের মূল্য তালিকা

তেলের মূল্যমূল্য বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন কোম্পানি তেলের প্রকার ইত্যাদি । আমাদের দেশে বিভিন্ন প্রকার তেল পাওয়া যায় । তা সচরাচর একটা নির্দিষ্ট দাম দেওয়া থাকে।  তেলের দাম সাধারণত ওঠানামা করে না । সব সময় নির্দিষ্ট দাম থাকে । তবে গানিতে ভাঙ্গানো তেল যেমন সরিষার তেল এর দাম স্থান বেধে ভিন্ন হতে পারে এবং তেলের প্রকারভ তেলের দাম ভিন্ন হতে পারে। 

প্রকার নামপরিমানদাম
সরিষার তেল১ লিটার১৫০ থেকে ২০০ টাকা
সয়াবিন তেল৭৫০ মিলিলিটার১৪০ থেকে ১৮০ টাকা
জলেপানির তেল৫০০ মিলিলিটার১৫০ টাকা
কাঁচামরিচ তেল১ লিটার২৫০ টাকা
অলিভ তেল৫০০ মিলিলিটার৩০০ টাকা
মুস্তর্দ তেল১ লিটার১৫০ টাকা
কোকোনাট তেল১ লিটার২০০ টাকা

কাঁচা সবজির  দাম 

কাঁচা সবজি দাম সব সময় ওঠানামা করে। এটা স্থান বেধে অনেক পার্থক্য দেখা দেয় এবং সিজন বেদেও এর অনেক পার্থক্য দেখা দেয়। আপনি আপনার এরিয়াতে দেখবেন দেখতে পারেন যে এর দাম কিরকম? তবে আমরা সচরাচর যে দামগুলো আছে ওটা একটা তালিকা প্রকাশ করেছি। 

প্রকার নামপরিমানদাম
করল্লা১ কেজি৬০ থেকে ৯০ টাকা
পটল১ কেজি৫০ থেকে ৬০ টাকা
কাঁচা পেঁপে৫০০ গ্রাম১৫ থেকে ২০ টাকা
মুলা১ কেজি৫০ টাকা
লাউ১ কেজি৩০ থেকে ৪০ টাকা
তেঁতুল১ কেজি২০০ টাকা
বেগুন১ কেজি৫০ থেকে ৭০ টাকা
শসা১ কেজি৫০ থেকে ৬০ টাকা
আলু১ কেজি৪০ থেকে ৬০ টাকা
টমেটো১ কেজি৫০ থেকে ৭০ টাকা
শীতকাই৫০০ গ্রাম১২০ টাকা
কলা১ দজন৫০ টাকা
ক্যারেট১ কেজি৬০ টাকা
লেবু১ দজন২৫ টাকা
শিম৫০০ গ্রাম৩০ থেকে ৪০ টাকা

সাবানের দাম

প্রকার নামপরিমানদাম
ব্যাথ সাবান১ পিস১৫ টাকা
হ্যান্ড ওয়াশ২৫০ মিলি২০ টাকা
বিউটি সোপ১ প্যাকেট৩৫ টাকা
লাউন্ড্রি সোপ৫০০ গ্রাম৫০ টাকা
ফেস সাবান১ পিস২৫ টাকা
ডিশ ওয়াশ সাবান১০০ গ্রাম১৫ টাকা
বেবি সাবান১ পিস১৫ টাকা
লাইকওয়াইজ সাবান১ প্যাকেট৩০ টাকা
শাওয়ার জেল৫০০ মিলি৪০ টাকা
লেমন স্যাবান১ পিস২০ টাকা
অ্যালোভেরা সাবান১ পিস৩৫ টাকা
কোকোনাট সাবান১ পিস২৫ টাকা
মিল্ক সাবান১ প্যাকেট২৫ টাকা
টুথপেস্ট সাবান১ পিস১৫ টাকা
নেচুরাল সাবান১ প্যাকেট৩৫ টাকা

 মসল্লার দাম 

প্রকার নামপরিমানদাম
জিরা১০০ গ্রাম২৫ টাকা
এলাচ৫০ গ্রাম৩০ টাকা
ধনেপাতা১০০ গ্রাম১৫ টাকা
মুরগির মসল্লা১৫০ গ্রাম৬০ টাকা
গুরুর মসল্লা২০০ গ্রাম৮০ টাকা
তেজপাতা১০ পাতা১৫ টাকা
লবঙ্গ২৫ গ্রাম২৫ টাকা
মসলা দানা১০০ গ্রাম৩৫ টাকা
সুজি মিষ্টি১৫০ গ্রাম২০ টাকা
দার চিনি২৫০ গ্রাম৩০ টাকা
কাঁচা মরিচ৫০ গ্রাম১৫ টাকা
কালো জিরা৫০ গ্রাম২০ টাকা
ধুনে গুঁড়া মরিচ১০০ গ্রাম২৫ টাকা
জাফরান১ গ্রাম১০০ টাকা
পাঁচ ফোরন৫০ গ্রাম৪০ টাকা

রুটি ও বেকারির দাম 

প্রকার নামপরিমানদাম
রুটি (প্যাকেট)১০ টি২৫ টাকা
পাউরুটি১ লোফ৩৫ টাকা
নান৫ টি৪৫ টাকা
রোটেলা১০ টি৩০ টাকা
ব্রাউন ব্রেড১ লোফ৫০ টাকা
ফ্ল্যাটব্রেড২ টি৩৫ টাকা
সিঙ্গার রুটি১৫ টি২৫ টাকা
গার্লিক নান৫ টি৪০ টাকা
ব্যাগেল১ প্যাকেট৩০ টাকা
ফ্রেঞ্চ ব্রেড১ লোফ৪৫ টাকা
সাজগুলা১২ টি৩০ টাকা
তাও২ টি২৫ টাকা
কর্ন রুটি৫ টি৩৫ টাকা
ব্যাগেল থিন১ প্যাকেট২৫ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *